• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

চাঞ্চল্যকর হাফেজ আমজাদ হত্যা মামলার মূল আসামী সৈয়দ নুর গ্রেফতার

মেজবাহ উদ্দিন / ৮৫ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের চৌফলদণ্ডীতে চাঞ্চল্যকর হাফেজ আমজাদ হোসাইন হত্যা মামলার মূল আসামী সৈয়দ নুর (৫৫) কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) ভোররাত ৩টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সৈয়দ নুর ওই এলাকার মফজল আহমদের ছেলে। তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী রায়েফ আনান রাফি এই হত্যাকাণ্ডের প্রধান আসামী হিসেবে মামলার চার্জশিটে নামভুক্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সৈয়দ নুর এলাকায় অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত ছিলেন। তার প্রভাবেই এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তার লাভ করে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খাঁন বলেন,

 “আমাদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মামলার মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

চৌফলদণ্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন,

 “পুলিশের এ অভিযান এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করেছে। এতে অপরাধচক্রের মেরুদণ্ডে বড় ধাক্কা লেগেছে।”

এর আগে, জনতার সহায়তায় মামলার ১৪ নম্বর আসামী ও স্থানীয় ইউপি সদস্য এহছানুল হক (৫০)-কেও পুলিশ আটক করেছিল।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নতুন মহাল বাজার এলাকায় হাফেজ আমজাদ হোসাইনকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে পরদিন থানায় মামলা দায়ের করেন।

পুলিশের ধারাবাহিক অভিযান ও সাম্প্রতিক গ্রেফতার এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা