সুমাইয়া ইসলাম—যিনি ব্র্যান্ডকে দেন পরিচয় আর প্রোডাক্টকে দেন প্রাণ।
সুমাইয়া ইসলাম, ঢাকা লালবাগের এক সাহসী ও পরিশ্রমী তরুণী, যিনি বর্তমানে কাজ করছেন একজন ব্র্যান্ড প্রমোটর হিসেবে। শাড়ি, ড্রেস এবং স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার কার্যক্রম দিন দিন আলোচনায় আসছে। নিজের আলাদা স্টাইল ও ক্রিয়েটিভ প্রেজেন্টেশন দিয়ে তিনি অনেকের দৃষ্টি কেড়েছেন।
সুমাইয়া কেবল পণ্যের প্রচার করছেন না, বরং তিনি নিজেই একটি ব্র্যান্ড হয়ে উঠছেন। প্রতিটি পোস্টে থাকে ভিজ্যুয়াল সৌন্দর্য, সঠিক তথ্য এবং বিশ্বাসযোগ্যতা। তরুণদের জন্য তিনি হতে পারেন অনুপ্রেরণার উৎস—যেভাবে নিজের জায়গা থেকে অনলাইন মার্কেটিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সুমাইয়া ইসলাম ইতিমধ্যে স্বনামধন্য ব্রান্ডের সাথে কাজ করেছেন এবং বাংলাদেশের স্বনামধন্য ব্রান্ড প্রমোটর কমিউনিটি Brand Promoters & Entrepreneurs Community (BPEC) এর সদস্য হিসেবে আছেন।
ব্র্যান্ড প্রমোশনের এই প্রতিযোগিতামূলক সময়ে, সুমাইয়ার মতো আত্মবিশ্বাসী উদ্যোক্তারা প্রমাণ করছেন—সঠিক পরিকল্পনা, কন্টেন্ট এবং কমিউনিকেশন থাকলে সাফল্য শুধু সময়ের ব্যাপার।