• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

বিলাসী জীবনের মোহে তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয়

Mezbah Uddin / ৪৪ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আধুনিক যুগে প্রযুক্তি, ফ্যাশন ও সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ প্রজন্মের জীবনকে বদলে দিয়েছে। কিন্তু এই আধুনিকতার আলোয় ঢাকা পড়ে যাচ্ছে এক ভয়াবহ অন্ধকার। আজ দেশের অনেক তরুণ-তরুণী বিলাসী জীবনের প্রলোভনে জড়িয়ে পড়ছে অনৈতিক কর্মকাণ্ডে। কেউ অনলাইন জুয়া ও প্রতারণার মতো অপরাধে, কেউ আবার তথাকথিত ‘গ্ল্যামার দুনিয়ার’ প্রলোভনে হারিয়ে ফেলছে নিজের নৈতিকতা ও মর্যাদা।

সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে দেখা যাচ্ছে, কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েও দেহ ব্যবসার মতো জঘন্য পথে জড়িয়ে পড়ছে। সামাজিক মাধ্যমে বিলাসী জীবনের ছদ্মবেশে তারা নিজেদের উপস্থাপন করছে “মডেল” বা “ইনফ্লুয়েন্সার” হিসেবে, কিন্তু বাস্তবে অনেকেই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অসাধু চক্রের হাতে। দামী পোশাক, বিলাসবহুল মোবাইল, বিদেশ ভ্রমণ বা আর্থিক স্বাচ্ছন্দ্যের লোভে তারা জড়িয়ে পড়ছে এমন এক জীবনে, যেখানে সাময়িক আনন্দের আড়ালে লুকিয়ে আছে সারাজীবনের লজ্জা, ভয় ও মানসিক নিঃস্বতা।

অন্যদিকে, তরুণ ছেলেদেরও একাংশ একই মোহে অনলাইন বেটিং, জুয়া, হ্যাকিং ও ডিজিটাল প্রতারণায় লিপ্ত হচ্ছে। দ্রুত অর্থ ও খ্যাতির নেশায় তারা ভুলে যাচ্ছে নৈতিক সীমা ও আইনের শাসন।

বিশেষজ্ঞদের মতে, এই অবক্ষয়ের মূল কারণ হলো পারিবারিক বন্ধনের দুর্বলতা, নৈতিক শিক্ষার অভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত প্রভাব। সন্তানদের সঙ্গে সময় না কাটানো, তাদের মানসিক জগৎ না বোঝা, এবং সমাজে বস্তুবাদী সফলতার প্রচার — সব মিলিয়ে তরুণ প্রজন্মকে ঠেলে দিচ্ছে এক বিপজ্জনক অন্ধকারের দিকে।

এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। পরিবারকে হতে হবে সন্তানের প্রথম বন্ধুর মতো; শিক্ষা প্রতিষ্ঠানকে দিতে হবে নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা; আর রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ডিজিটাল অপরাধ রোধে কঠোর আইন প্রয়োগ।

সাফল্য, অর্থ ও খ্যাতি জীবনের সবকিছু নয় — এই বোধটিই ফিরিয়ে দিতে হবে তরুণ প্রজন্মের মধ্যে। চরিত্র, সততা ও আত্মসম্মানই একজন মানুষের প্রকৃত পরিচয়—এই বার্তাই সমাজের প্রতিটি কোণায় পৌঁছে দিতে হবে এখনই।

 

Mezbah Uddin
Editor, Songbad365
Founder, Recovery Station


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা