‘আপনার চোখকে ভালবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাসপাতালে আগত রোগীদের মাঝে চোখের যত্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
(৯ অক্টোবর ) বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার বিদ্যুৎ অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল চত্বরে এসে র্যালিটি শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভায় বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাসের সভাপত্বিতে বক্তব্য রাখেন, ডা. উদয়-উজ জামান প্রতীক, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এস. এম ইসতিয়াক আহমেদ আবির, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুজয় চাকী, ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সাগর শেখ, সভাপতি ইয়া রাফি পলাশ , সাধারণ সম্পাদক আব্দুর রহিম,পরিচালক জীবন সহ চক্ষু হাসপাতালটির সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, চোখের সঠিক যত্ন ও নিয়মিত পরীক্ষা দৃষ্টিশক্তি রক্ষার জন্য অত্যন্ত জরুরি। জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক চক্ষু রোগ প্রতিরোধ করা সম্ভব।
উল্লেখ্য, অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের সমস্যা সম্পর্কে জন সাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ২০০০ সাল থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।