অসহায় পরিবারের বিয়েতে আলো জ্বালালো বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটি।
Songbad 365 | কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাইক্ষ্যংদিয়ায় এক অসহায় মেয়ের বিবাহ অনুষ্ঠানে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেছে বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটি।
সংগঠনের পক্ষ থেকে কনের মায়ের হাতে সহায়তার অর্থ তুলে দেন সংগঠনের অ্যাডমিন মোহাম্মদ রিফাত ও কার্যকরী সদস্য জয়নাল।
বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা মূলত রক্তদানের মাধ্যমে মানবসেবায় নিয়োজিত। তবে তারা শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়—অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তা, প্রসূতি নারীদের চিকিৎসা সহযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
সংগঠনের এই উদ্যোগ স্থানীয় সমাজে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা বিশ্বাস করে, সমাজের বিপন্ন মানুষের পাশে প্রতিটি ছোট সহায়তাই বড় মানবিক মূল্যবোধের প্রতিফলন। কনের পরিবার এই সহায়তার জন্য সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।
উল্লেখ্য, বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক উদ্যোগে অংশ নিচ্ছে। তাদের এই ধারাবাহিক প্রচেষ্টা সমাজে সহমর্মিতা, সচেতনতা ও মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে।